লক্ষ্মীর প্রথম বৈঠকেই গরহাজির অরূপ রায়

মনোজ চক্রবর্তী, হাওড়া: হাওড়া সদর জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রী তথা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় নয়া কমিটি ঘোষনা করেন। এই কমিটিতে তৃণমূলের জন্মলগ্ন থেকে হাওড়ার সভাপতির পদ সামলানো অরূপ রায়কে সভাপতির পদ থেকে সরিয়ে চেয়ারম্যান করেন তিনি। সভাপতির দায়িত্ব দেওয়া হয় রাজনীতিতে নবাগত লক্ষ্মীরতন শুক্লাকে। যদিও রাজনৈতিক মহলের অভিমত হাওড়া সদর এলাকায় দুই মন্ত্রী যথাক্রমে অরূপ রায় ও রাজীব বন্দোপাধ্যায়ের ইগোর লড়াই দীর্ঘদিন ধরেই রয়েছে। কিছুদিন আগেই রাজীব বন্দোপাধ্যায় অরূপ রায় একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল তৃণমূলের অন্দরমহল। আমফানের জেরে দুই মন্ত্রীর মধ্যে ফাটল চওড়া হয়।
[আরও পড়ুন- আসামী ধরতে গিয়ে হাওড়ায় আক্রান্ত পুলিশ]
কোঅর্ডিনেটর করা হয় রাজীব বন্দোপাধ্যায়কে। মঙ্গলবার সদর জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন নয়া সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। কিন্তু এই মিটিংয়ে অনুপস্থিত থাকলেন মন্ত্রী অরূপ রায়। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ও জল্পনা শুরু হয়েছে জেলা জুড়ে। যদিও অরূপ বাবু ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায় আসতে পারেননি বলে জানিয়েছেন কোঅর্ডিনেটর রাজীব বন্দোপাধ্যায়। তবে অসুস্থতার জন্য আসেননি জটু লাহিড়িও। এদিন রাজীব বন্দোপাধ্যায় জানান ,”পুরাতন জেলা কমিটি আর থাকলনা। নতুন কমিটি তৈরী করে সংগঠনের কাজ করা হবে। নতুন কমিটির সঙ্গে হোয়াটস আপ গ্রুপ তৈরী করে সমন্বয় করবেন সভাপতি ও কোঅর্ডিনেটর। এক কথায় হাওড়া সদরের তৃণমূলের রাশ থাকল রাজীব ব্যানার্জীর হাতেই।