fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

উত্তরবঙ্গ ভাওয়াইয়া ও লোকসংগীত সমিতির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা: মাথাভাঙা ২নং ব্লক এর উচ্চ মাধ্যমিকে সেরা মেধা ১০জন ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের সংবর্ধনা দিল উত্তরবঙ্গ ভাওইয়া ও লোকসংগীত শিল্পী সমিতি মাথাভাঙা ২নং ব্লক। কমিটির সভাপতি গণেশ বর্মন জানান যে, মাথাভাঙা ২ নং ব্লকের অন্তর্গত দশটি অঞ্চলের সেরা দশ জন ছাত্র-ছাত্রী সংবর্ধিত করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, হিরেন বর্মন, ধ্বনি রাম বর্মন, পিন্টু বর্মন সহ আরও অনেকেই।

[আরও পড়ুন- অবসর গ্রহণের পর ধোনির বিজেপিতে যোগদান! জল্পনা তুঙ্গে]

উত্তরবঙ্গ ভাওয়াইয়া লোকসংগীত শিল্পী সমিতি সূত্রে জানা গেছে যে, মাথাভাঙা ২নং ব্লকের প্রথম  ফালাকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী অনুশ্রী বর্মন, যার প্রাপ্ত নম্বর ৪৮৭,  দ্বিতীয় প্রেমেরডাঙ্গা হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা নন্দী(৪৮১) , তৃতীয় সিঙ্গিজনি হাই স্কুলের ছাত্র অরূপ দত্ত (৪৭৯), এবং  চতুর্থ ও পঞ্চম হয়  খেতি ফুলবাড়ি হাই স্কুলের দুই ছাত্রী বনশ্রী বর্মন(৪৭৮)ও কাকুলি বর্মন(৪৭৬)। অঞ্চল  ভিত্তিক আরও ৫ জন মেধা ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়।

 

Related Articles

Back to top button
Close