কলকাতায় ফের বিপুল ধনরাশির হদিশ, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ১৭ কোটি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পার্থ ও অর্পিতার কাণ্ডের পর এবার সেই কলকাতা থেকেই বিপুল ধনরাশির সন্ধান মিলল গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে। ইডির অনুসন্ধানে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ টাকা খাটের তলায় প্যাকেট মুড়ে রাখা ছিল।
কলকাতার গার্ডেনরিচ আবাসিক এলাকায় এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল ধনরাশি উদ্ধার করে তদন্তকারী আধিকারিকেরা। ব্যবসায়ীর নাম আমির খান। ওই ব্যবসায়ীর বাসার খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে ৫০০ ও ২০০০ টাকার বেশ কিছু বান্ডিল উদ্ধার করা হয়। এ নোট গোনার জন্য আটটি টাকা গোনার যন্ত্র ব্যবহার করে ইডি।
ইডি জানিয়েছে, ‘ই-নাগেটস’ নামে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে বহু গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে কলকাতার পার্ক স্ট্রিট থানায় আমিরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে নগদ অর্থ ছাড়াও একাধিক ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। শনিবার সকাল থেকে কলকাতার নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিসহ ছয় জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় আতঙ্কে এক নারী অজ্ঞান হয়ে যান। স্থানীয় সূত্রের মতে, তিনি আমিরের পরিবারের একজন সদস্য।
ইডি আরো জানায়, প্রাথমিকভাবে গেমিং অ্যাপের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী গ্রাহকরা কমিশন পেতেন ও সহজে সেই টাকা তুলতে পারতেন।