fbpx
কলকাতাহেডলাইন

লালবাজারের অদূরে বিপুল জাল স্যানিটাইজার, পাকড়াও দুই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা থেকে দূরে থাকার জন্য প্রথম থেকেই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু বহুল ব্যবহারের ফলে ঠিকঠাক কোম্পানি জানেন না অনেকেই। আর মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়েই রাসায়নিক কারখানায় জাল স্যানিটাইজার তৈরির কাজে নেমে পড়েছিল কয়েকজন যুবক। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাদের মধ্যে দুজনকে হাতেনাতে ধরল পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৪০০ লিটার জাল স্যানিটাইজার। ধৃতদের নাম রাজীব পাঞ্জাবি এবং জিয়াউদ্দিন ভাসা।

পুলিশ সূত্রে খবর, এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং গুন্ডা দমন শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার সকালে লাল বাজার সংলগ্ন এজরা স্ট্রিটে দুটি দোকানে অভিযান চালান। সেখানেই এই বিপুল জালিয়াতি ধরা পড়ে। এই কারখানায় যে স্যানিটাইজার তৈরি হচ্ছিল তার কোন সঠিক কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা। এরপরে তাদের গ্ৰেফতার করা হয়।

Related Articles

Back to top button
Close