fbpx
দেশহেডলাইন

করোনা মোকাবিলায় ভারতের পাশে এডিবি, ঘোষণা বিপুল আর্থিক প্যাকেজের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  করোনা মোকাবিলায় ভারতকে বিপুল আর্থিক সাহায্য করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি।  মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে তারা। জানা গেছে আগামী দিনে করোনা মোকাবিলায় ভারতকে তারা ১.‌৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এডিবি–র সভাপতি মাসাটসুগু আসাকাওয়া বললেন, ‘‌এই অসম চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি ভারতকে সাহায্য করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’‌

এডিবি–র কোভিড–১৯ অ্যাক্টিভ রেসপন্স অ্যান্ড এক্সপেন্ডিচার সাপোর্ট বা কেয়ার্স প্রকল্পের মধ্যে যেমন রয়েছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার জন্য সরাসরি অর্থ বরাদ্দ এবং ৮০০ মিলিয়নেরও বেশি মানুষের সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি।

পাশাপাশি কোভিড গ্রস্থ দেশগুলোর সমাজের পিছিয়ে পড়া মানুষ অসহায় শ্রমিক বৃদ্ধ শিশু নারী সকলকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও দেখছে এডিবি।

Related Articles

Back to top button
Close