fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনের বিশাল আকার বিরল প্রজাতির ডলফিন উদ্ধার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সুন্দরবনের বিশাল আকার বিরল প্রজাতির ডলফিন উদ্ধার। বোয়ালিয়া নদী থেকে এই বিরল প্রজাতির মাধ উদ্ধারের ঘটনায় মানুষের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।  উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি থানার অন্তর্গত কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজারে সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে বিরল প্রজাতির ডলফিন উদ্ধার।

লম্বায় ১০, ফুট চওড়া ৩ ফুট মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এক বিশাল আকারের ডলফিন। নদীতে জোয়ারের সময় ডলফিনটি আসে কিন্তু ভাটার সময় নদীর জল কমে যাওয়ায় ডলফিনটি মৎস্যজীবীদের জালে আটকে যায়।

স্থানীয় মানুষজন শম্ভুনাথ মণ্ডল (ভোলা) এর নেতৃত্বে ডলফিনটিকে নদী থেকে ধরে এনে কোড়াকাটি- দুর্গামন্ডপ মিলন বাজার সংলগ্ন একটি পুকুরে রেখে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর ডলফিনটির ওজন আনুমানিক এক কুইন্টাল হবে। ইতিমধ্যে বিষয়টি বনদফতরে খবর দেওয়া হয়েছে যেহেতু সুন্দরবন অঞ্চল তাই বঙ্গোপসাগর থেকে পথ ভুল করে নদীতে ঢুকেছে খাবারের সন্ধানে প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের।
ওই বিরল প্রজাতির ডলফিনকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সবরকম ব্যবস্থা করেছে গ্রামবাসীরা।

Related Articles

Back to top button
Close