fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাদুড়িয়ায় বিভিন্ন দল থেকে কয়েক’শো কর্মী যোগ দিলেন তৃণমূলে

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বিভিন্ন দল থেকে কয়েক’শো কর্মী যোগ দিলেন তৃণমূলে। জানা গেছে, বিরোধী দলের বিজয়ী ৪৫ জন মেম্বার সহ কয়েক’শো কর্মী তৃণমূলে যোগদান করেন। বসিরহাট মহকুমা বাদুড়িয়া বিধানসভার পৌর কমিউনিটি হলে চারটি বিরোধী দল কংগ্রেস, বিজেপি, সিপিএম ও নিদল থেকে কুড়ি জন রানিং মেম্বার সহ কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর কার্যকরী সভাপতি ও পুর্তের কর্মদক্ষ নারায়ন গোস্বামী, বাদুড়িয়া ব্লকে সমন্বয় ও জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ বুরহানুল মোকাদ্দিন।

জেলার একমাত্র বাদুড়িয়া বিধানসভা কংগ্রেসের গড় হিসেবে দেখা হয়। সেখানে তৃণমূল কংগ্রেস বিশেষ করে কংগ্রেস, বিজেপি, সিপিএম, নির্দল দল থেকে নেতা-নেত্রী ৪৫ জন রানিং মেম্বার কয়েকশো কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান করলো। বরাবরই বাদুড়িয়া বিধানসভা ছিল প্রয়াত কংগ্রেস নেতা কাজী আবদুল গফফরের জন্মভূমি। আর সেখানেই কংগ্রেসের ভাঙ্গন ধরলো ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে।

এদিন কংগ্রেসের মেম্বার অঞ্জলি মন্ডল, বিজেপি নেতা তপন মন্ডল, কংগ্রেসের আনারুল সরদার ও মাজেদা বিবিরা বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে এসেছি। পাশাপাশি যেভাবে করোনা মোকাবেলা করছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান সামনে দাঁড়িয়ে লড়াই করছেন এবং তার হাত শক্ত করতে এই তৃনমূলে যোগদান। তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলনেত্রী পথ অনুসরণ করছেন তার কাজে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলে যোগদান করলাম, যাতে মানুষের কাজ করতে পারি।

Related Articles

Back to top button
Close