বিজেপি থেকে তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল শতাধিক কর্মী সমর্থক। রবিবার সিতাইয়ে বিধায়কের বাড়ির অফিসে দিনহাটা এক ব্লকের গোসানিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি দলের ১৬ টি পরিবারের এই কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ কে সম্মান জানিয়ে এবং বিজেপি সরকারের জন বিরোধী নানা নীতির প্রতিবাদে বিজেপির থেকে তৃণমূলে যোগ দেন এই কর্মীরা। দিন কয়েক আগে বিজেপি দলের এই কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগদানের জন্য আবেদন করেছিলেন। আমরা তার স্বীকৃতি দিয়ে তাদের দলে যোগদান করানো হয়।
বিধায়ক বলেন, আগামীতে এই কর্মীসমর্থকরা নিজ নিজ এলাকায় দলকে শক্তিশালী করে তুলতে বিভিন্ন ভাবে কাজ করবে। এছাড়াও মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা ও তারা প্রচারে তুলে ধরবেন। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি অশোক মন্ডল, জেলা সম্পাদক সুদেব কর্মকার প্রমুখ নেতৃত্ব অবশ্য বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের দলের কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে দলবদলে নাটক করছে তৃণমূল।বিজেপি দলের কোন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেনি।
উল্লেখ্য, গত কয়েক দিনে দিনহাটা মহকুমার বিভিন্ন স্থানে কয়েকশো বিজেপি দলের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন । পাশাপাশি অন্যান্য দল থেকেও বিজেপি দলে যোগদান করেন শতাধিক কর্মী সমর্থক।