পূর্বস্থলীতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান শতাধিক পরিবারের

নিজস্ব সংবাদদাতা, কালনা: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন শতাধিক পরিবার এমনিই দাবি বিজেপি নেতৃত্বের। শনিবার বিকালে পূর্বস্থলীর নিমদহ অঞ্চলের ৩৮ নং জেডপিতে এই যোগদান পর্বে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ধমান পূর্ব বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কোষাধ্যক্ষ প্রদীপ কুন্ডু, মণ্ডল সভাপতি নিতাই মাহিষ্য দাস, বিধানসভা কনভেনার বিধান ঘোষ ছাড়াও অন্যান্য নেতৃত্ব।
বিজেপিতে যোগদানের বিষয়ে বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘তৃণমূলের আমলে মানুষ বঞ্চনার শিকার। এই সরকারের আমলে মানুষ লাঞ্চিত ও বঞ্চিত। তাই যতই বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধান করতে বিজেপি দলে যোগদান করছেন। শনিবার পূর্বস্থলী এলাকায় তৃণমূল, সিপিএম থেকে শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করে। এই সরকারকে উৎখাত করতে বিজেপির এই লড়াইয়ে আগামীদিনে বহু মানুষ যোগ দেবেন।’