fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিধায়ক এবং সাংসদের হাত ধরে শতাধিক সংখ্যালঘু মুসলিম পরিবারের যোগদান বিজেপিতে

শ্যামলকান্তি বিশ্বাস, হাঁসখালি: কৃষি সুরক্ষা বিলের সমর্থনে হাঁসখালিতে জনজোয়ার। বিজেপি কর্মী সমর্থক সহ কৃষক, খেতমজুর, ছাত্র, যুব, মহিলা সহ সর্ব স্তরের মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সমাজের সর্বস্তরের নাগরিক বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাঁসখালি বাজার গৈরিক আবহে মেতে ওঠে।

আরও পড়ুন:প্রতীক্ষার অবসান, ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন রবিবার

কৃষি সুরক্ষা বিলের সমর্থনে সকলের সঙ্গে পদযাত্রায় হাঁটলেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস এবং সাংসদ জগন্নাথ সরকার।পদযাত্রা শেষে হাঁসখালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকালের সান্ধ্যকালীন পথসভা মঞ্চ থেকে এলাকার প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিম পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেয়। বিধায়ক আশীষ কুমার বিশ্বাস এবং সাংসদ জগন্নাথ সরকার, নব্য সদস্য-সদস্যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ৮৮নং কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ৩৭ নং মন্ডলের বিভিন্ন গ্ৰাম থেকে বহু মানুষ এদিনের কৃষি বিলের সমর্থনে পদযাত্রায় পা মেলায়।

Related Articles

Back to top button
Close