পশ্চিমবঙ্গহেডলাইন
শতাধিক তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: আমফান দুর্নীতি নিয়ে রবিবার উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির তুলসীবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিজেপির বিক্ষোভের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিল। সোমবার সকালে তুলসীবেড়িয়ার সুমদা বাজারে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাধুখা।
এদিন তিনি বলেন উলুবেড়িয়া লোকসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। সেইরকম আজ এখানে শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিল। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে এইরকম আরও তৃনমূল কর্মী বিজেপিতে যোগ দেবে বলে জানান রমেশ সাধুখা।