সিপিএম, তৃণমূল থেকে শতাধিক কর্মীর বিজেপিতে যোগদান

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: সিপিএম, তৃণমূল থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের দেউলী বাজারে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি নুর ইসলাম মোল্লার নিজের বাসভবনে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এর তিনজন প্রাক্তন প্রধান বিজেপিতে যোগ দেন। এছাড়াও আরও পুরুষ, মহিলা বিজেপিতে জোগদান করে। ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সাজ্জাদ আলী মোল্লা, সিপিএম জলিল ঘরামি, বামুনপুকুর প্রাক্তন প্রধান তৃণমূলের জলিল মোল্লা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেন।
আরও পড়ুন- রাস্তার ধারে হাতির দল, ঝাড়গ্রাম-জামবনি বাস রাস্তায় ব্যাহত যান চলাচল
সবমিলিয়ে প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সহ-সভাপতি মোস্তফা মোল্লা, মিনাখাঁ ব্লক মহিলা মোর্চা সভাপতি সাবিনা ইয়াসমিন, জেলা-সম্পাদক সমর দাস, মিনাখাঁ মন্ডল সভাপতি রুদেন্দ্র পাত্র, মাইনোরিটি মোর্চার সভাপতি নুর ইসলাম মোল্লা, ব্লক সহ-সভাপতি শ্যামল পূজারি, মিনাখাঁ অবজারভার দুলাল মান্না।