fbpx
আন্তর্জাতিকহেডলাইন

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইরমার তাণ্ডব, মৃত ৩, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৫ লক্ষ বাড়ি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইরমার তাণ্ডবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩। ফ্লোরিডার মূল ভূখণ্ডে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। ১৫ ফুট উচ্চতায় তাণ্ডব চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ইরমার আঘাতে পূর্ব উপকূলের মারকো দ্বীপে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯২ কিলোমিটার। ফ্লোরিডায় আঘাত হানার আগে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ কিলোমিটার। এর আগে কয়েকটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইরমার আঘাতে ২৫ জনের মৃত্যু হয়।

তবে ফ্লোরিডায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি তিন বা দুইয়ে নেমে আসবে। ফ্লোরিডার কেন্দ্রস্থল, টাম্পা, ফোর্ট মায়ার্স, নেপলস এবং কী ওয়েস্ট এলাকায় ইরমা বিধ্বংসী তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফ্লোরিডায় প্রায় ৩৫ লক্ষ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া মিয়ামি শহরের বিভিন্ন স্থান জলে তলিয়ে গেছে।

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়।

ইরমা আতঙ্কে ও সর্বোচ্চ পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটির অন্তত ৬৩ লক্ষ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যের অধিবাসীদের সতর্ক করে দিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। এদিকে, সোমবার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার ভূখণ্ডে এই ঝড় ভয়াবহ হতে পারে।

 

Related Articles

Back to top button
Close