গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার দক্ষিণ গাজীপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম মনোয়ারা বিবি (৩২)। গৃহবধূর ভাই ইয়াসিন গাজীর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী সরিফুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
[আরও পড়ুন- পুলিশ দিবসে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিলি পথচারীদের]
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাজারহাট থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বিবির সঙ্গে বছর ১২ আগে বিয়ে হয় কাশিপুর থানার দক্ষিণ গাজীপুরের বাসিন্দা সরিফুল মোল্লার। সংসারে অভাব অনটনের কারণে প্রায় ওই দম্পতির মধ্যে গন্ডগোল হত। এদিনও তাদের মধ্যে গন্ডগোল হয়। অভিযোগ তারপরই সরিফুল তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। মেয়ে অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাঠানো হয় গৃহবধূর বাপের বাড়িতে। তারপরেই গাজিপুরে পৌঁছে বাপের বাড়ির লোকেরা তাদের মেয়েকে অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখে তড়িঘড়ি এলাকার জিরানগাছা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে। রাতে গৃহবধূর ভাই ইয়াসিন গাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ গৃহবধূর স্বামী সরিফুল মোল্লাকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।