পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী স্বামী, তদন্তে হাড়োয়া থানার পুলিশ
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন পরিবারের প্রধান। বসিরহাট মহকুমার হাড়োয়া থানা হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ বছরের হাফিজুল মোল্লা দীর্ঘদিন ধরে স্ত্রী মুন্না বিবির সঙ্গে প্রায় অশান্তিতে জড়িয়ে পড়তো। তা নিয়ে কয়েকবার শালিশ সভা হয়, সেখানেও সমাধান হয়নি। তারপর শুক্রবার রাতে অশান্তি চরমে ওঠে এবং হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। তারপর প্রতিদিনের মত ঘরে ঘুমাতে যান সেখানেই রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়।
পরিবারের লোকজন সকালে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না মেলায় হাড়োয়া থানায় খবর দেয়া হয়। শনিবার সকাল দশটা নাগাদ ঘর থেকে হাফিজুল মোল্লার মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। দেহটি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পাইকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।