টাকার অভাবে স্বামীর চিকিৎসা বন্ধ, সরকারে কাছে কাতর আবেদন স্ত্রী’র

অতনু রায়(বাঁকুড়া): দিনআনা, দিন খাওয়া পরিবার, বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত রামসাগর অঞ্চলের দামোদরবাটি গ্রামের বাসিন্দা মোহন বাউরি। মোহন বাউরি শারীরিক সমস্যা দিন দিন আরও জটিল হচ্ছে। বিগত ছয় মাস আগে পড়ে গিয়ে বছর ৫০ এর মোহন বাউরীর ডান পায়ে আঘাত লাগে এবং ঠিকমতো চিকিৎসার অভাবে সেই ক্ষত ক্রমে ঘা হয়ে যায়। আজও সারেনি সেই ক্ষত। শীর্ণকায়ে মোহন বাউরি আজ বড় অসহায়। কোনও রকমে আধ পেটা খেয়ে তার জীবন চলে। পায়ের অক্ষমতার কারণে হারিয়েছেন কাজও।টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। তাদের দরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা আজ দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার, ১৬ নভেম্বর নিতে পারেন শপথ
মোহন বাউরির স্ত্রী সন্ধ্যা বাউরী জানান, ৬ মাস আগে মাথা ঘুরে পড়ে যায় তার স্বামী। তখন পায়ে গভীরভাবে আঘাত লাগে। ডাক্তারের কাছে নিয়ে গেলে একদিন বিষ্ণুপুর হাসপাতাল ভর্তি করে রাখা হয়। পরের দিন সামান্য ওষুধপত্র তাকে দেওয়া হয় ও কিছু ওষুধ লিখে দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে যে ওষুধপত্র দেওয়া হয়েছিল তা মাত্র কিছুদিন চলে তারপর একটি মলম তারা অনেক কষ্টে তারা কেনেন। গত পাঁচ মাস ধরে কোন ওষুধপত্র তারা জোগাড় করতে পারছেন না। দিন দিন পা টিতে ঘা হয়ে পা’টি ফুলে যাচ্ছে’। তাই তিনি কিছু উপায় না পেয়ে সংবাদমাধ্যমের কাছে কাতর কন্ঠে আবেদন জানিয়েছেন, সরকার যদি তাদের পাশে না দাঁড়ান তাহলে তার স্বামীর চোখের সামনে বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে হবে।