আমি ষড়যন্ত্রের শিকার: পার্থ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: গ্রেফতারির পর থেকেই চুপচাপই ছিলেন। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল তার সব পদ থেকে অপসারিত করে। সাংবাদিক বৈঠক করে সেই কথা জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ ও অর্পিতা চট্টোপাধ্যায়কে। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। সময়ে সব কিছু জানতে পারবেন। পার্থকে জিজ্ঞাসা করা হয়, দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি ঠিক? পার্থ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক। তবে দলের সিদ্ধান্ত সঠিক কিনা, সময় বলবে। নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে’।
অন্যদিকে আজ অর্পিতা মুখোপাধ্যায়কেও আনা হয় ইএসআই-তে। দুটি পৃথক গাড়িতে আসেন পার্থ ও অর্পিতা। সাংবাদিকরা অর্পিতা প্রশ্ন করতেই বলে ‘আমি আর পারছি না’।
এদিন গাড়ি থেকে কিছুতেই নামতে চাইছিলেন না অর্পিতা। কাঁদতে থাকেন। পরে হাসপাতাল ও কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা তাকে ধরে নামায়। হুইল চেয়ারে তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়।