fbpx
কলকাতাহেডলাইন

আমি সম্পূর্ণ সুস্থ, বাড়ি ফিরে জানালেন দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চতুর্থীর দিনই করোনাকে  হারিয়ে বাড়ি ফিরলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। মেদিনীপুরের  সাংসদ জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ‌নিউটাউনের বাড়িতে ফিরে তিনি বলেন,’আমি সম্পূর্ণ সুস্থ। এখন ক’দিন নিয়ম মেনে বাড়িতে বিশ্রাম নেব।’
গত শুক্রবার রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। জ্বর-কাশি ছিল তাঁর। রাতেই তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শুরু হয় চিকিৎসা। ধীরে ধীরে উন্নতি হয় দিলীপ ঘোষের শারীরিক অবস্থার। এরপরই চিকিৎসকরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ। উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীরাও ছিলেন। করোনা জয়ের পর দিলীপ ঘোষ বলেন, ‘আমি সেভাবে অসুস্থ হইনি। প্রথম দিকে সামান্য কাশি আর জ্বর ছিল। বাড়িতেই ছিলাম। পরে জ্বর বাড়তেই চিকিৎসকের পরামর্শ নিই। হাসপাতালে ভরতি হই।’
হাসপাতালের চিকিৎসক নিখিল প্রসূন সিং জানিয়েছেন, ‘ জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন সাংসদ। আমরা করোনা পরীক্ষাও করি, রিপোর্ট পজিটিভ আসে। তবে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। সোমবার আমরা সবরকম রিপোর্ট দেখেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ দিলীপবাবু জানিয়েছেন, বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। কোনওরকম সমস্যা নেই। আপাতত বাড়িতে থেকে বিশ্রাম নেবেন। তাতেই আরও সুস্থ হয়ে উঠবেন। এদিন চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ। রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শও দিয়েছেন।

Related Articles

Back to top button
Close