fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

‘আমি নমিনেটেড নই,ইলেকটেড’:শুভেন্দু অধিকারী

সুদর্শন বেরা ,পশ্চিম মেদিনীপুর:  আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল, আছে, থাকবে”, মুখ্যমন্ত্রীর নাম মুখে না এনে নিজেকেই সেবক অভিহিত করে সমবায় কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকমের জল্পনা তুঙ্গে বাংলার রাজনৈতিক মহলে। নিত্যদিন অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের এই হেভিওয়েট নেতা। একই ভাবে  বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মঞ্চ থেকে সমবায় কর্মীদের উদ্দেশ্যে  একাধিক বার্তা দেন।

আরও পড়ুন : গরু পাচার কাণ্ড: ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারের ১৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ

একদিকে স্বজনপ্রীতির থেকে দূরে থাকার কথা বলেন তিনি। যেমন দুর্নীতিমুক্ত সমবায় গড়ার বার্তা দেন, তেমনই জনগণের প্রতি সমবায়ের দায়বদ্ধতার কথাও  মনে করিয়ে দেন তিনি। রাজ্য রাজনীতিতে যাকে আলোচ্য বিষয়  ,সেই  শুভেন্দু অধিকারীর দাবি, আমি ‘নমিনেটেড’ নই! সমবায় জীবনের শুরু থেকেই আমি ‘ইলেকটেড’। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অত্যন্ত  তাৎপর্যপূর্ণ বলেই মত  জেলার রাজনৈতিক মহলের।

Related Articles

Back to top button
Close