fbpx
আন্তর্জাতিকআমেরিকাহেডলাইন

‘মোদির পাশে আছি’, ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা ট্রাম্পের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বন্ধুত্বের বার্তা দিয়ে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা ট্রাম্পের। শুক্রবার টুইটারে একথা নিজেই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি জানিয়েছেন, করোনার প্রতিষেধক তৈরির ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে আমেরিকা। টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন,”আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমেরিকা ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর পাঠাবে। এই মহামারির সময় আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছি। আমরা প্রতিষেধক তৈরির কাজেও একে অপরকে সাহায্য করছি। আমরা একসঙ্গে এই অদৃশ্য শত্রুকে হারিয়ে দেব।”

এর আগে হাইড্রক্সিক্লোরোকুইন নামের একটি ওষুধ, যা করোনা ভাইরাসে কার্যকর হতে পারে বলে দাবি করেন গবেষকরা, সেটা চেয়ে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। এরপরই মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, ‘আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদি ভীষণ ভালো মানুষ।’

আরও পড়ুন: বিমান সফরের পরিকল্পনা? রাখতে হবে আরোগ্য সেতু অ্যাপ, হ্যান্ড স্যানিটাইজার

ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন,”আমি কিছুদিন আগেই ভারত থেকে এলাম। আমরা একে অপরকে সাহায্য করে এগিয়ে চলেছি। আমেরিকাতেও বহু ভারতীয় বসবাস করেন। তাঁদের অনেকই প্রতিষেধক তৈরির কাজ করছেন। সবাই বড় মাপের গবেষক ও বিজ্ঞানী।” মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করছি। কারণ, ভারত আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করছে। আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার খুব ভাল বন্ধু।”

বিপদের দিনে ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার চেষ্টা করলেন তিনি। ভারত আমেরিকার প্রয়োজনের সময় হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্য করেছিল। এবার ভারতের প্রয়োজনে ভেন্টিলেটর প্রদান সত্যিই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

 

Related Articles

Back to top button
Close