নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আম্ফানের আঘাতে বাংলাজুড়ে যে ক্ষয়ক্ষতি, প্রাণহানির ঘটনায় মর্মাহত পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানকর। বৃহস্পতিবার টুইট করে রাজ্যবাসীর উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করলেন তিনি।
রাজ্যপাল টুইটে লেখেন, ‘ আম্ফানের প্রকোপে যে প্রাণহানি ঘটেছে বা সম্পত্তি নষ্ট হয়েছে তারজন্য আমি মর্মাহত। আমি গত কয়েকদিন ধরে ক্রমাগত বিভিন্ন এজেন্সির সাথে সম্পর্ক রেখে চলছিলাম। তাদের দায়িত্ববোধের ফলে ন্যূনতম ক্ষতি হয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘ তবু এটি একটি বিনাশকারী ছাপ রেখে গিয়েছে যা বহু দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এখন প্রত্যেককে সর্বব্যাপি ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।’