‘কিমকে সুস্থ দেখে আমি খুব খুশি’, টুইট ট্রাম্পের
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেঁচে আছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। সকল জল্পনা শেষ করে সে দেশের সরকার কিমের ছবি প্রকাশ্যে এনেছে। আর সেই ছবি দেখে খুব খুশি হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন।
তিনি লিখেছেন, “উনি সুস্থ ভাবে ফিরে আসায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।” উল্লেখ্য, চলতি সপ্তাহে কিম জং-উনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “উনি কেমন আছেন আমি জানি, সময় হলে সবাই জানবে।” সম্প্রতি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনচং এলাকায় এক ফসফেট সারের কারখানা উদ্বোধন করতে দেখা গেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন-কে।
এতদিন যেন আমরা গণমাধ্যমে কোনও টিভি সিরিয়াল দেখছিলাম আর খবরের কাগজে যেন কিছু ম্যাগাজিনের আর্টিকেল পড়ছিলাম কিম জং উন-কে নিয়ে। হঠাৎ করেই চমক দেওয়ার জন্য ডিরেক্টর যেন আবার কিম-কে দর্শকের সামনে পাঠিয়ে দিলেন। হঠাৎ করেই তাকে দেখা গেল উত্তর কোরিয়ার এক সারের কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে।