ক্ষতিপূরণ চাই না, কংক্রিটের বাঁধ চাই… পোস্টার পড়ল সুন্দরবনে

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের হরিণহুলা, মোহনপুর চন্ডিবাড়ি, কালীবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যাধরী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এবং নোনা জলে এখনও জমিতে আটকে আছে। কাজ চলছে তবুও বারে বারে বাঁধ ভাঙার মতো ঘটনা ঘটছে। উদ্বেগ বাড়ছে গ্রামবাসীদের।
এই অবস্থা নিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রামবাসীদের দাবি, তাদের ক্ষতিপূরণ লাগবে না, কংক্রিটের বাঁধ চাই। এই প্রতিবাদকে সামনে রেখে রীতিমতো পোস্টার বানিয়ে গ্রামে দেওয়ালে সাঁটালেন গ্রামবাসীরা। তার পাশাপাশি গণস্বাক্ষর অভিযান শুরু করলেন তারা। দাবি, ক্ষতিপূরণ চাই না কংক্রিটের বাঁধ চাই, তা নিয়ে রীতিমতো বড়োসড়ো আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। তারা বলেন, বাঁধ কংক্রিটের না হলে আমরা আরও বড় আন্দোলনে নামব।
আরও পড়ুন:ফের উর্দ্ধমুখী সংক্রমণের গ্রাফ! দেশে একদিনে করোনা আক্রান্ত ৬৭ হাজার
ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত গ্রামে কোথায় হাঁটু জল, কোথায় আবার কোমর পর্যন্ত জল। এই জল আবার ঘরের ভিতরে ঢুকে গেছে, সব মিলিয়ে শোচনীয় অবস্থা।
সব থেকে বেশি সমস্যা হল মোহনপুর প্লাবিত হওয়ার কারণে সেখানে পানীয় জলের অভাব দেখা দিতে পারে, পাশাপাশি সাপের উপদ্রব বাড়তে পারে, জলবাহিত রোগ দেখা দিতে পারে।
তাই গ্রামবাসীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই গ্রামগুলোতে স্বাস্থ্য দফতর ও বিভিন্ন সরকারি দফতর থেকে সহযোগিতা করার জন্য।