যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন দেশের প্রথমসারির উদ্যোগপতি, বায়োকন কর্ণধার কিরণ মজুমদার শ! জানা গিয়েছে, তাঁর শরীরে করোনার মৃদু সংক্রমণ রয়েছে। কিরণ মজুমদার শ সোমবার বিকেলে নিজে টুইট করে জানান, “করোনা তালিকায় আমিও সংযোজিত হলাম। আমার মৃদু উপসর্গ রয়েছে। আমি আশা রাখি করোনা এর বেশি প্রভাব ফেলবে না আমার শরীরে।”
এদিকে বায়োকনের চেয়ারপার্সন এই টুইট করার পর থেকেই নানা মহল থেকে আরোগ্য কামনা করে বার্তা আসা শুরু হয়। কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, “আমি গোটা ঘটনাটা শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। আপনাকে শারীরিক ভাবে সুস্থ দেখতে চাই। বন্ধু আপনি সেরে উঠুন।” আরোগ্য বার্তা পাঠিয়েছেন হু এর মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনও।
I have added to the Covid count by testing positive. Mild symptoms n I hope it stays that way.
— Kiran Mazumdar Shaw (@kiranshaw) August 17, 2020
উল্লেখ্য, বেঙ্গালুরুর বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকন। দিন কয়েক আগে বায়োকনের সোরাসিস ড্রাগ Itolizumab-কে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য মান্যতা দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। বলা হয়, গুরুতর শ্বাসকষ্টের জন্য এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। ওষুধটি দিল্লির লোকনায়ক জয়প্রকাশ, দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং মুম্বইয়ের এডওয়ার্ড মেমোরিয়াল ওবিওয়াইএল-এর কোভিড রোগীদের উপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। ৩০ জনে ২০ জন রোগীই এই ওষুধে সাড়া দেন।