গুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, গেলেন হোম কোয়ারেন্টাইনে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আবারও রাজনৈতিক জগতে করোনা থাবা বসাল। এবার আক্রান্ত হলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শুক্রবার নিজেই টুইট করে সেই খবর সকলকে জানান জম্মু-কাশ্মীরের মন্ত্রী। তিনি লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। দয়া করে বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের কোভিড টেস্ট করান।’
I have tested positive for COVID-19. I am in home quarantine. Those who came in contact with me in last few days may kindly follow the protocol.
— Ghulam Nabi Azad (@ghulamnazad) October 16, 2020
এর আগে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা আহমেদ প্যাটেল, মতিলাল ভোরা এবং অভিষেক মনু সিংভি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সিংভি সুস্থ হয়ে উঠলেও অন্যরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।