কাঁটার মুকুট মাথায় নিয়ে দায়িত্ব নিলাম : অশোক
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি : মেয়র থেকে প্রশাসক মণ্ডলীর সভাপতি বা চেয়ারম্যমানের দায়িত্ব নেওয়াকে কাঁটার মুকুট পড়ার মতেই বলে জানালেন অশোক ভট্টাচার্য।
সোমবার তিনি শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। রবিবারই শিলিগুড়ির পুরসভার বামফ্রন্ট পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। এদিন দায়িদ্ব নিয়ে অশোকবাবু প্রশাসক মন্ডলী ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।এদিন বৈঠকে অসমাপ্ত কাজগুলি দ্রুত শেষ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি শহরের মানুষের স্বার্থে শিলিগুড়িতে কাউন্সিলরদের ক্ষমতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন প্রশাসক মন্ডলী।
প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, বর্তমান পরিস্থিতিতে কাজটা করা বড় চ্যালেঞ্জ,কাঁটার মুকুট মাথায় নিয়েই তাদের কাজ করতে হবে।তবে রাজ্য সরকারের দেওয়া দায়িত্ব তারা চ্যালেঞ্জ আকারে নিয়ে যথাযথভাবে পালন করবে।