‘জঙ্গলরাজ খতম করব’, হুঙ্কার দিলীপের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার তাঁর হুঁশিয়ারি, ‘ বিহারে, উত্তরপ্রদেশে যেমন জঙ্গলরাজ দূর করেছি বাংলাতেও তেমনি জঙ্গলরাজ দূর করবো।’
এদিন রেডিও স্টেশ্ন গ্রাউন্ডে সাংগঠিক সিভামঞ্চ দিলীপ ঘোষ বলেন,’ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভাপতির কনভয়ে যেভাবে হামলা হলো তা নজিরবিহীন। আমি নিজে সভাপতির গাড়িতে ছিলাম। বড়ো বড়ো ইট, পাথর পড়েছে। কৈলাসজি, মুকুলদা, রাহুল দা সবার গাড়িতেই ইট, পাথর ছোঁড়া হয়েছে। আমাদের ৮ জন কর্মী আহত হয়ে হাসপাতালে। গাড়ির কাঁচ ভাঙতে পারলেও আমাদের মন ভাঙতে পারেন নি।আমার গাড়ি ১০ বার ভাঙা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন কীভাবে, কী পরিস্থিতিতে বাংলার বিজেপি কর্মীরা লড়ছেন। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় কর্মীরা প্রাণ হাতে করে কাজ করছেন। এতো বাধার পরও কর্মীরা সভায় এসেছেন। ‘
কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘ভাইপোর গুণ্ডারা গুণ্ডামি করলো। পুলিশ তাই কিছুই করলো না। এক কথায় প্রজাতন্ত্রের হত্যা হলো। কেন্দ্র অবশ্যই বিষয়টা দেখবে। তবে বাংলার মানুষ এর জবাব দেবে। ‘ বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরার অভিযোগ, নাড্ডাজিকে খুন করারা জন্যই হামলা চালানো হয়েছিল। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনা আবার প্রমাণ করল ‘বাংলায় গণতন্ত্র বলে কছু নেই’। তবে তাঁর দাবি, নাড্ডাজিকে সভায় মানুষের ঢল প্রমাণ করেছে, মানুষ বিজেপির সঙ্গেই আছেন। একুশে বাংলায় ক্ষমতায় এসে আমরা গণতন্ত্র ফেরাব’।
আরও পড়ুন: বিচক্ষণ রাষ্ট্রপ্রধান প্রণবদা
এদিনের ঘটনায় প্রতিবাদে টূইটে সুর চড়ান রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।তিনি লিখেছেন, ‘ পিসির পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। যেভাবে নাড্ডাজির কনভয়ে হামলা হলো তাতে প্রমাণিত হয় স্বৈরাচারী দিদি স্নায়ুর চাপে ভুগছেন। ‘ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ টুইট করেন, ‘ যেভাবে সর্বভারতীয় সভাপতির গাড়ি আক্রান্ত হলো, কৈলাসটিলা গাড়ি আক্রান্ত হল তাতে নিন্দা করার ভাষা নেই। দিদি এর নাম গণতন্ত্র! ‘