ভাঙড়ে মদ-জুয়ার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছে তাদের নিয়ে আমি চলব: কাইজার আহমেদ
নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: যারা মদ জুয়ার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা কাজ করছে তাদের সঙ্গেই আছেন কাইজার আহমেদ। রবিবার ঘটকপুকুর গোবিন্দপুরে এক ইফতার বিতরণ অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দেন ভাঙ্গড় ১এ ব্লক তৃণমূলের সভাপতি কাইজার আহমেদ।
আরও পড়ুন: একমাস ধরে ২০ হাজার পরিবারকে নিয়মিত খাদ্যসামগ্রী হোম ডেলিভারি করছেন মিনাখাঁ ব্লক তৃণমূল সভাপতি
রবিবার ঘটকপুকুর গোবিন্দপুরে এক ঝাঁক পুরানো তৃণমূল কর্মীদের নিয়ে প্রায় ৫০০মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন কাইজার আহমেদ। এদিন তিনি বলেন, এই ঘটকপুকুর গোবিন্দপুর এলাকায় কিছু অসাধু মানুষ গন্ডগোল পাকাছে, এলাকায় অসামাজিক কর্মকান্ড করছে। এই এলাকার যারা মদ, জুয়ার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আগামী দিনে তাঁরই গ্রামের উন্নয়ন মূলক কাজ করবে। এর পাশাপাশি তাঁরাই এলাকায় নেতৃত্ব দেবে। এদিন তিনি খোকন কে ব্লকের নতুন সাধারণ সম্পাদক, নাসির কে জাগুলগাছী অঞ্চলের সহ সভাপতি হিসাবে নিযুক্ত করেন।