নাগা-শান্তি প্রক্রিয়ায় আর নেই রাজ্যপাল রবি, গোটা দায়িত্বে এবার Intelligence Bureau
যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ একবছর ধরে প্রতিবারের প্রচেষ্টা সত্বেও বারবার ভেস্তে যাচ্ছিল নাগা-শান্তি চুক্তি প্রক্রিয়া। গত এক বছর ধরে কেন্দ্রের হয়ে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সঙ্গে কথা চালাচ্ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর.এন.রবি। কিন্তু কার্যত তা অসফল বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রক। তাই আর.এন.রবির হাত থেকে সরে সেই দায়িত্ব এবার তুলে দেওয়া হল ইন্টে লিজেন্স ব্যুরো (আইবি)র ডিরেক্টর অরবিন্দ কুমারের ওপর।
আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা জানালেন, গত ছ’ বছর ধরে কেন্দ্রের হয়ে নাগা সংগঠনগুলোর সঙ্গে কথা বলছিলেন আরএন রবি। গত ১০–১১ মাস ধরে কোনও ইতিবাচক ফল মিলছিল না। এবার তাই শান্তি চুক্তি করার ভার পড়ল ইন্টালিজেন্স ব্যুরো (আইবি)র ডিরেক্টর অরবিন্দ কুমারের ওপর।
আইবি–র স্পেশাল ডিরেক্টর অক্ষয় কুমার মিশ্রকেই এই কাজে সামিল হতে বলা হয়েছে। গত কয়েক মাস ধরে নাগাল্যান্ডের রাজ্যপাল আরএন রবি এবং দুই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন (আইএম) আর ন্যাশনাল নাগা পলিটিকাল গ্রুপ (এনএনপিজি)–র মধ্যে দড়ি টানাটানি চলছে। এই নিয়ে এবার চিন্তায় কেন্দ্র। অভিযোগ উঠেছে, রাজ্যপাল নাকি এনএনপিজি–র প্রতি পক্ষপাতিত্ব করছেন।
আরএন রবি
নাগাল্যান্ডের সবথেকে বড় বিদ্রোহী সংগঠন এনএসসিএন (আইএম) প্রধান থুইনগালেং মুইভা জানিয়েছেন, ২০১৫ সালে নাগা চুক্তি করে মোদি সরকার নাগাদের সার্বভৌমত্বকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু রাজ্যপাল সেই পথেই অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন। এনএনপিজি–কে সমর্থন করছেন। রাজ্যপালকে সরানোর দাবিও তুলেছেন তিনি।
এদিকে আবার আরএন রবি নাগাল্যান্ডের নির্বাচিত সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন। রাজ্যের শাসক দল বিজেপি–র জোট শরিক। স্বাধীনতা দিবসের বক্তৃতায়ও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন আরএন রবি। রাজ্যে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
সম্ভবত এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি মোদি সরকার। তাই আরএন রবিকে নাগা চুক্তিতে সরকারের প্রতিনিধিত্ব করা থেকে সরাতে চাইছে। সেকথা আবার রবিবার ফলাও করে বিবৃতি দিয়ে জানিয়েছেন এনএসসিএন (আইএম)। জানিয়েছে, এবার শান্তি চুক্তি বহাল রাখার জন্য গোয়েন্দা প্রধানকেই দায়িত্ব দিচ্ছে কেন্দ্র।