fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বীজপুর থানার আইসি বদল, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উত্তরবঙ্গে বদলি

শ‍্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: পুলিশের চাকরিতে বদলি হবে এটা কোনো খবর নয়। কিন্তু ছাপ রেখে যাওয়া কিছু অফিসারকে যখন সমকক্ষ পদ থেকে নীচে নামিয়ে সুদূর প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় তখন উঁকি মারে বহু প্রশ্ন। কি এমন হল? কার রোষানলে পড়লেন বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ? দক্ষিণবঙ্গ ছেড়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হল উত্তরবঙ্গের মালদায়। তাও আবার নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে। তাঁর জায়গায় মালদা থেকে আসছেন ত্রিগুনা রায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে নিজেকে দাপুটে অফিসার হিসেবে সবসময় জাহির করতেন বীজপুরের এই আই সি।

[আরও পড়ুন- ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করতে এগিয়ে এসেছিলেন বীর যোদ্ধারা]

সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কৃষ্ণেন্দু ঘোষের রুঢ় ব্যবহার অনেকাংশেই প্রকাশ্যে এসেছে। শেষ এক বছরে বীজপুর থানার মধ্যে সাংবাদিকদের প্রবেশ কঠোর ছিল। অনেকের মতে সংবাদকর্মীদের চাপে পড়ে বদলি করা হয়েছে কৃষ্ণেন্দু ঘোষকে। তাঁর সঙ্গে সংবাদকর্মীদের ক্রমাগত লুকোচুরি চলত।

Related Articles

Back to top button
Close