fbpx
গুরুত্বপূর্ণদেশশিক্ষা-কর্মজীবনহেডলাইন

প্রকাশিত হল ICSE পরীক্ষা ফল, পাশের হার ৯৯.৯৮%, রাজ্যে ১ম, দেশে দ্বিতীয় আসানসোলের ছাত্র

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রকাশিত হল আইসিএসই বোর্ডের ২০২২ এর দশম শ্রেণীর ফলাফল। মোট পাশের হার ৯৯.৯৮%। রাজ্যের ৪১৫টি স্কুলের মোট ৪০৭৩৬ জন ছাত্রছাত্রী এই বছর পরীক্ষায় বসে। পাস করেছে ৪০৭২৬ জন। পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া।

রবিবার বিকেল ৫টা থেকে পরীক্ষার্থীরা বোর্ডের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট (www.cisce.org) এবং এসএমএস-এ ফল দেখতে পাবে। কী ভাবে দেখতে হবে, তার বিস্তারিত বর্ণনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে।
রিভিউ করতে চাইলে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফল-
cisce.org
results.cisce.org
results.nic.in

ফলাফল চেক করা যাবে কিভাবে

প্রথম ধাপ: প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, cisce.org-এ যান।
দ্বিতীয় ধাপ: হোম পেজে, ‘ICSE Result 2022’ লিঙ্কে ক্লিক করুন (লিঙ্ক শিগগিরি অ্যাক্টিভ করা হবে)।
তৃতীয় ধাপ: এখন রোল নম্বর এবং জন্ম তারিখের মতো ক্রেডেনশিয়াল দিতে হবে।
চতুর্থ ধাপ: ICSE-এর দশম ক্লাস-এর ফলাফল 2022 স্ক্রিনে খুলবে।
ষষ্ঠ ধাপ: শিক্ষার্থীরা ফলাফলের ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে এবং একটি প্রিন্টআউট করে নিতে পারবে।

Related Articles

Back to top button
Close