লোকাল চালু হলে একটিই প্রবেশ ও প্রস্থানের পথ রাখার ভাবনা রেলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চলবে তার এখনও চূড়ান্ত নয়। রাজ্যকে রেল চিঠি দিলেও বৈঠকের বিষয়ে রাজ্য এখনও নিরুত্তর। পুজোর আগে সম্ভাবনা কম বলেই মনে করছে তথ্যাভিঞ্জ মহল। কিন্তু পরিষেবা চালু হলে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে তার নিয়ে চিন্তায় রেল।
রেলের ভাবনায় রয়েছে স্টেশনের একটিমাত্র প্রবেশ ও প্রস্থানের পথ। শহরতলির স্টেশনগুলির বিভিন্ন প্রবেশ ও নির্গমন পথ বন্ধ করে দিচ্ছে রেল। ইতিমধ্যেই প্লাটফর্মের উপরেই টিন ও রেলিং দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে হাওড়া ও শিয়ালদ ডিভিশনের বহু স্টেশন। অবাধ প্রবেশাধিকার রুখতে এই পরিকল্পনা। হাওড়ার ডিআরএম ইশাক খান এ প্রসঙ্গে জানান, নূন্যতম সংখ্যায় যাত্রী স্টেশনে যাতে ঢুকতে পারে, সেই উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ঘেরা হচ্ছে। ট্রেন চলাচল শুরু হলে যাতে যাত্রীদের ভিড় স্টেশনগুলিতে আছড়ে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে স্টেশনে একটি প্রবেশ পথ ও একটি নির্গমন পথ রাখা হচ্ছে।
তিনি জানিয়েছেন, প্রথমে কোন শ্রেণির যাত্রীরা ট্রেনে যাতায়াত করবেন তা রাজ্য ঠিক করবে। রাজ্য কম সংখ্যক যাত্রী ট্রেনে তোলার নির্দেশ দিলে সেইমতো কাজ হবে।