উপকরণের দাম বাড়ায় সমস্যায় প্রতিমা শিল্পীরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে প্রতিমা শিল্পের প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে সেই অনুপাতে প্রতিমার দাম পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা। কুমারগ্রামের বিভিন্ন এলাকার প্রতিমা শিল্পীরা জানান করোনা আবহে এবার পুজো উদ্যোক্তাদের বাজেট খুব কম থাকায় বড় প্রতিমার বরাত পাওয়া যায়নি, পাশাপাশি উপকরনের দাম বাড়ায় প্রতিমা তৈরীর খরচ বেড়েছে সেই অনুপাতেও উদ্যোক্তারা দাম দিতে চাইছেন না।
দরদাম করে যে দামে প্রতিমা বিক্রি করতে হচ্ছে তাতে লাভের মুখ দেখা দুষ্কর হয়ে পড়েছে। তারা জানান গত বছরে যে বাঁশ কিনেছেন সত্তর থেকে আশি টাকায় এবার সেই বাঁশ কিনতে হচ্ছে একশ কুড়ি পঁচিশ টাকায়। একশ খড়ের আঁটির দাম ছিল তিন থেকে চারশ টাকা এবার প্রতিশত খড়ের আঁটি কিনতে হচ্ছে তেরো থেকে চৌদ্দশ টাকায়। বেড়েছে মাটি, পাটের সুতলি সহ প্রতিমার সাজসজ্জা ও রং এর দাম। করোনা আবহে গত ছয় মাস ধরে পুজো পার্বন ও কম হওয়ায় অন্যান্য প্রতিমা তৈরীর কাজ প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে তারা আশা করেছিলেন দূর্গা প্রতিমা তৈরী করে লোকসান কিছুটা পুষিয়ে নেবেন -কিন্তু উপকরণের দাম বৃদ্ধির অনুপাতে প্রতিমার দাম না পেয়ে তারা হতাশ।