করোনা আবহে প্রতিমা তৈরীর বরাত কম মন ভালো নেই কুমারগ্রামের শিল্পীদের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে দুর্গা প্রতিমা তৈরীর বরাত কম হওয়ায় মন ভাল নেই কুমারগ্রামের প্রতিমা শিল্পীদের। পুজোর বাকী আর মাত্র কুড়িদিন। অন্যান্য বছর এই সময়ে কুমারগ্রামের প্রতিমা শিল্পীদের নাওয়া খাওয়ার অবসর থাকেনা, দিনরাত এক করে তারা প্রতিমা তৈরীর কাজ করেন। এবার সেই ব্যস্ততা নেই। কারণ হিসাবে প্রতিমা শিল্পী রাজু পাল, বলাই পাল সহ আরও অনেকে বলেন অন্যান্য বছর তারা আট থেকে নয়টা কেউ দশটা করে দুর্গা প্রতিমা তৈরীর বরাত পেতেন। এবার কেউ দুটো আবার কেউ তিনটা করে প্রতিমার বরাত পেয়েছেন।
আরও পড়ুন: সম্পত্তির লোভে বিধবা মাকে লাথি, ঝাঁটা পেটা ছেলে-বৌমার.. হাসপাতালে ভর্তি জন্মদাত্রী
রাজু পাল বলেন গত বছর তিনি নয়টি প্রতিমা তৈরীর বরাত পেয়েছিলেন, এবার পেয়েছেন মাত্র তিনটি। এর মধ্যে দুটি বাড়ির পুজোর একচালার ছোট প্রতিমা আর একটি ক্লাবের প্রতিমা। বলাই পাল জানান তিনি গত বছর আটটি প্রতিমা তৈরীর বরাত পেয়েছিলেন এবারে পেয়েছেন মাত্র দুটি। পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে তারা প্রতিমা তৈরীর বরাত পেতেন এবার করোনা আবহে তা থেকেও তারা বঞ্চিত। এই পরিস্থিতিতে মন খারাপ নিয়েই প্রতিমা তৈরীর কাজ করছেন তারা।