নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘ কয়লা ক্ষেত্রে বেসরকারি করণের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে রাজ্য। কিন্তু প্রশ্ন সেটা নয় কর্মসংস্কৃতির অভাবে রাজ্যের সরকারি দফতরগুলো রাজনীতির আখড়া খানা হয়ে উঠেছে। লাভের মুখ দেখছেন না কোল ইন্ডিয়া বা বিসিসিএলের মতো প্রতিষ্ঠান। সে কারণেই কেন্দ্রীয় সরকার কোল ইন্ডিয়া, বিসিসিএলের দফতর কলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের নেতারা করোনা বিলি করছেন: দিলীপ ঘোষ
এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। কিন্তু অনেক অনুরোধ করে সে যাত্রা আটকানো গিয়েছিল। কিন্তু তাতে পরিস্থিতি বদলায় নি।’ রাহুল সিনহা বলেন, ‘ মুখ্যমন্ত্রী চিঠি চাপাটি করতেই পারেন। কিন্তু তার আগে রাজ্যে কাজের পরিবেশ ফিরিয়ে আনুন। এতোদিনে একটা নতুন শিল্প এলো না, উল্টে একাধিক কারখানা বন্ধ হয়ে গেল। মুখ্যমন্ত্রী একটু ভাববেন কি!’