
শরণানন্দ দাস, কলকাতা: একুশের মহারণের আগে চাপ বাড়ানোর রণকৌশল নিল বিজেপি। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষ থেকে জানতে চাওয়া হয় করোনা পরিস্থিতিতে বিহারে বিধানসভা নির্বাচন সম্ভব হলে পশ্চিমবঙ্গে কেন বকেয়া পুর নির্বাচন হবে না? বঙ্গ বিজেপির দুই সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন।
জয়প্রকাশ মজুমদার এদিন সাংবাদিকদের বলেন, ‘ করোনা আছে বলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কাউন্সিলর হবে না, চাপিয়ে দেওয়া কাউন্সিলর থাকবে এ ছেদো যুক্তি আমরা মানতে পারছি না। করোনা আবহেই বিহারে নির্বাচন হচ্ছে। এ রাজ্যের মানুষ যথেষ্ট দায়িত্বশীল। মানুষ দায়িত্ব নিয়ে বুথে গিয়ে নিজের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘ কলকাতা পুরসভা সহ আরও বেশ কিছু পুরসভা, মিউনিসিপ্যালিটিতে নির্বাচন বকেয়া রয়েছে। এ বিষয়ে আমরা সুপ্রিমকোর্টে মামলা করেছি। সুপ্রিমকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে কবে পুরসভা গুলির নির্বাচন হবে? আমরাও আজ একই প্রশ্নে চিঠি দিয়েছি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন তাঁরা নির্বাচন করতে প্রস্তুত, কিন্ত নির্ঘণ্ট তৈরির ক্ষমতা রাজ্য সরকারের। বাম আমলের তৈরি এক অদ্ভুত নিয়ম। নির্বাচন করানোর দায়িত্ব কমিশনের, কিন্তু নির্চবাচনের দিন স্থির করার ক্ষমতা রাজ্য সরকারের।’
আরও পড়ুন: পুজোর আগে শহরে এল নতুন ক্যাব পরিষেবা ‘হ্যালো’
এদিন তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘এখন এটা দিনের আলোর মতো স্পষ্ট, রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত নন। ওঁরা বুঝতে পেরেছেন এখন কলকাতা সহ বিভিন্ন পুরসভা ও মিউনিসিপ্যালিটির নির্বাচন হলে ভরাডুবি হবে। তাই নির্বাচন থেকে পালাচ্ছেন।’