আন্তর্জাতিকহেডলাইন
করোনা পজিটিভ হলেই যেতে হবে কোয়ারেন্টাইনে!

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: চিনে শুরু হয়েছে করোনার দাপট। সাংহাই শহরে প্রকোপ বাড়ছে। গত মার্চের শুরু থেকে শহরটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ লাখের বেশি মানুষ। তাঁদের মধ্যে প্রায় ১০ হাজার ব্যক্তির বয়স ৮০ বছরের বেশি। বয়স্ক ব্যক্তিদের কাবু করছে করোনা। চিনে করোনার বিধিনিষেধের আওতায় কেউ সংক্রমিত হলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তাঁকে বাধ্যতামূলকভাবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হচ্ছে।
ফলে করোনায় আক্রান্তের হার যখন বাড়তির দিকে থাকে তখন কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে রোগীদের ভিড় বেড়ে যায়। কোনো কোনো সময়ে একটি সেন্টারে শত শত মানুষকেও ভর্তি থাকতে দেখা যায়।
এসব কোয়ারেন্টাইন সেন্টারগুলোর পরিবেশ নিয়েও অভিযোগের শেষ নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ, প্রচণ্ড নোংরা শৌচাগার ও উপচে পড়া আবর্জনার ঝুড়িগুলোর ছবি হরহামেশাই চোখে পড়ে।