লোকাল ট্রেন চালু না হলে এবার না খেতে পেয়ে মরতে হবে….. বারাসতে বিক্ষোভ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বারাসত রেল স্টেশনে লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে বারাসত স্টেশনের স্টেশন মাস্টারের কক্ষের বাইরে প্ল্যাকার্ড হাতে নিয়ে হকাররা বিক্ষোভ দেখান। মূলত তাদের দাবি যাত্রীসাধারণের সুবিধার্থে ও হকারদের সুবিধার্থে পুনরায় লোকাল ট্রেন চালু করতে হবে, বিক্ষোভের পর স্টেশন মাস্টারের কাছে তাদের লিখিত অভিযোগ নিয়ে ডেপুটেশন দেন।
তাদের বক্তব্য, আমরা আট মাস ধরে অনাহারে দিন কাটাচ্ছি আমরা আর পেরে উঠছি না। আমার সংসার নির্ভর করে এই হকারি করে। আমার একমাত্র সন্তান তার শরীর ভালো নেই, তাকে ডাক্তার দেখাতে হয়। চিকিৎসা খরচ অনেক। আমার ইনকাম নেই আমি কোথা থেকে করব!
সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন, ট্রেন যদি না চালু করে তাহলে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর এর দায়ী নিতে হবে রেল কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা
তিনি আরও বলেন বাস চলছে, বাসে গাদাগাদি করে মানুষ যাচ্ছে, তখন করোনা হচ্ছে না, আর ট্রেন চালালে করোনা হবে এটা আমরা মানতে পারছি না। তাই আমাদের দাবি অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে। আমাদেরকে ট্রেনে উঠে হকারি করতে দিতে হবে, তা না হলে আমরা প্রাণে মারা পড়ব।