
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ জোরকদমে চলেছে দুয়ারে সরকার। শিবিরের বাইরে লম্বা লাইন নিয়ে গর্ব করেছেন তৃণমূল নেতারা। স্বাস্থ্যসাথী কার্ডে নাম লেখাতে মানুষ ভোর থেকে এসে লাইন দিয়েছে। এবার সেই স্বাস্থ্যসাথী কার্ডেই বিপত্তি। বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়া সম্ভব নয়। এই মর্মে ২০টি বেসরকারি হাসপাতালের তরফে চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে। এর পাশাপাশি প্যাকেজ রেট বাড়ানোরও আবেদন করা হয়েছে। বেসরকারি হাসপাতালের তথ্য অনুয়ায়ী, তাদের বকেয়ার পরিমাণ ২০০ কোটি টাকা। এই অবস্থায় বকেয়া না মেটালে হাসপাতালগুলির পক্ষে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির বক্তব্য, এর আগেও তারা বকেয়া মেটানোর বিষয়ে স্বাস্থ্যদফতরে জানিয়েছিল। তখন বলা হয়েছিল ২০ দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্ত সেই মেয়াদ পার হয়ে গেছে। এখনও টাকা দেওয়া হয়নি।
এরপরই স্বাস্থ্যভবনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় ২০টি বেসরকারি হাসপাতাল সংগঠন। যারা এই চিঠিতে সই করেছে তাদের প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি। তাদের বক্তব্য করোনার সময় সরকারের তরফে যে প্যাকেজ নির্ধারিত করা হয়েছে, সেই দরে এখন কোভিড পরবর্তী পরিস্থিতিতে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বকেয়া টাকা না মেটালে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দেওয়া সম্ভব নয়।
যদিও এ বিষয়ে স্বাস্থ্যভবনের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, ২০ দিনের মধ্যে টাকা না মেটানো হলেও ৩০ দিনের মধ্যে টাকা মেটানো হচ্ছে।