fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

৩০ টাকা রোজ বাড়িতে দিলে তবেই খাবার জুটবে বৃদ্ধ বাবার! দাবি ছেলের

মিলন পণ্ডা, মহিষাদল (পূর্ব মেদিনীপুর): লকডাউনের জেরে অর্থনৈতিক টান পড়েছে সারা রাজ্যজুড়ে। এর মধ্যেই নিজের বাবাকে খাবারের জন্য দৈনিক ৩০ টাকা দিতে হবে এমনটা দাবি করে ছেলের।সেই টাকা দিতে না পারায় বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের দিল ছেলে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার এলাকায়। স্থানীয় সূএে জানা গিয়েছে, বৃদ্ধ বাবার গঙ্গাধর সামন্ত। তিনি প্রতিদিন স্কুলের গেটের বাইরে আইসক্রিমের প্যাকেট কিংবা চকোলেট বিক্রি করতেন। কিন্তু করোনার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে।

যখন চকোলেট ও আইসক্রিম নিয়ে গঙ্গাধরবাবু স্কুলে স্কুলে ঘুরে ঘুরে বিক্রি করতেন তখনও সেই উর্পাজনের টাকা রাতে ছেলের হাতে তুলে দিতে হত।না হলে রাতের খাবার জুটত না বাবার।দুপুরে কোন দিন কপালে জুটত মিড ডে মিল। আবার অনুষ্ঠান বাড়ির খেয়ে থাকতে হত। দিনের পর দিন এই ভাবে চলছিল। কিন্তু বাধ সাধল লকডাউন। স্কুল বন্ধ না থাকার কারণে তাই আর রোজগার নেই। তাই বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে।

এখন মহিষাদল রাজবাড়ির দালানেই পড়ে থাকেন তিনি।গঙ্গাধরবাবুর তিন সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে বিয়ে করে সংসার পেতেছেন, তাঁর আয় রয়েছে। কিন্তু বাবাকে যদি বাড়িতে থাকতে হয় তাহলে রোজ দিতে হবে ৩০ টাকা। তবেই একবেলার খাবার মিলবে। স্থানীয় এক বাসিন্দা কৌশিক পণ্ডা বলেন, খারাপ লাগে। গঙ্গাধরবাবু খেটে গিয়েছেন সারাজীবন। এখনও খেটে যাচ্ছেন তবে ছেলেটাকে মানুষ করতে পারেননি। অমানুষই থেকে গেছে ছেলেটা। এবিষয় প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে। যদি প্রমাণিত হয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Close