fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মালদায় করোনা আক্রান্ত পুলিশ কর্মীদের খোঁজ নিতে উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদায় এসে করোনা আক্রান্ত পুলিশকর্মীদের খোঁজখবর নিলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। বুধবার সকালে মালদায় পুলিশকর্মীদের কাজ করার ক্ষেত্রে সমস্ত পরিকাঠামো তদারকী করতে আসেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। এদিন মালদা শহরের পুলিশ লাইন এলাকায় পুলিশ কর্মী অফিসারদের স্যানিটাইজেশন মেশিনের উদ্বোধন করেন আইজি। পাশাপাশি করোনায় আক্রান্ত যে সব পুলিশকর্মীরা পুরাতন মালদার কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন, তাদের সঙ্গে মোবাইলে লাইভ কথা বলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। পাশাপাশি অসুস্থ পুলিশকর্মীদের চিকিৎসা পরিষেবা কিরকম চলছে সেটিও খোঁজখবর নেন উত্তরবঙ্গের আইজি।

আইজি বিশাল গর্গ বলেন, করোনা মোকাবিলায় পুলিশ অফিসার, কর্মীরা রাতদিন এক করে কাজ চলেছেন। এক্ষেত্রে কেউ কেউ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সবাই যেন সুস্থ থাকে সেই কামনা অবশ্যই করবো। পাশাপাশি মালদায় করোনা মোকাবিলায় কাজের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি রয়েছে সেগুলি খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি যেসব পুলিশকর্মীরা অসুস্থ হয়েছেন তাদের সঙ্গে মোবাইলে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়েছে। প্রত্যেকে সুস্থ আছেন।

Related Articles

Back to top button
Close