প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার ইগোর লড়াই, শহরে এক সময়ে দুই মন্ত্রীর মিছিল

মনোজ চক্রবর্তী, হাওড়া: আবারও প্রকাশ পেল হাওড়ার দুই মন্ত্রী অরূপ রায় ও রাজীব ব্যানার্জী-র ইগোর লড়াই। রবিবার হাওড়া শহরে একই সময়ে দুটি মিছিল বের হল। আর এই ঘটনাকে দুই মন্ত্রীর লড়াই বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন দাশনগর থেকে ময়দান পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী রাজীব ব্যানার্জী, লক্ষীরতন শুক্লা। দশ হাজার মানুষ অংশ নেন মিছিলে-এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের।
[আরও পড়ুন- প্রভাবশালীর তরফে নগদে ২৬০ কোটি টাকা! সারদাকাণ্ডে আয়কর দফতরকে নোটিশ পাঠাল CBI]
মূলত হাওড়ার চারটি ওয়ার্ড নিয়ে এই মিছিল হয়। মূলত শিবপুর বিধান সভার কয়েকটি এলাকা নিয়ে এই মিছিলে অংশ নেয় মানুষ। আবার একই সময়ে শিবপুর ট্রাম ডিপো থেকে মন্দির তলা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়। আর এতেই এই দুই মিছিল নিয়ে রবিবার সরগরম থাকলো জেলার রাজনীতি। যদিও এই বিষয়ে দুই মন্ত্রী ইগোর লড়াইয়ের কথা অস্বীকার করেন।