সংক্রমণের জেরে ফের বন্ধ আইআইটি মাদ্রাজ

চেন্নাই: দেশজুড়ে কমছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে শেষদিকে কোভিড বিধি মেনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির খুলে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে কেন্দ্র। ডিসেম্বরের প্রথম দিন থেকেই খুলে দেওয়ার কথা ছিল সেসব। তা সত্ত্বেও এক সপ্তাহ ৭ ডিসেম্বর থেকে খোলা হয়েছিল আইআইটি মাদ্রাজ। কিন্তু তার এক সপ্তাহ মধ্যেই করোনা সংক্রমণের বাড়বন্তের জন্য ফের বন্ধ করে দিতে হল প্রতিষ্ঠান।
সোমবার জানানো হয়েছে, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল আইআইটি মাদ্রাজ। গোটা চত্বর স্যানিটাইজার করা হবে এবং প্রত্যেকের করোনা পরীক্ষা হবে। ক্লাস আপাতত হবে অনলাইনে।
আরও পড়ুন:কৃষক আন্দোলনের মাঝেই গুজরাটে এই প্রথম কৃষকদের সঙ্গে মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জানা গিয়েছে প্রতিষ্ঠান খোলার পর প্রায় ৭০০ পড়ুয়া, গবেষক ফিরেছিলেন। এর মধ্যেই আইআইটি মাদ্রাজের অন্তত ৬৬ জন পড়ুয়া, গবেষক এবং এবং কর্মী এই মুহূর্তে করোনা পজিটিভ। চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য ক্যাম্পাস খোলার পরেই এই করোনা কেস ধরা পড়েছে। কোনও ঝুঁকি না নিয়ে আপাতত গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কর্মীরা ক্যাম্পাসে বসবাস করা পড়ুয়ার করোনার পরীক্ষা করছেন।