পশ্চিমবঙ্গহেডলাইন
অবৈধ কয়লা খনি ভরাট হল আসানসোলের বারাবনিতে

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: অবৈধভাবে চলা কয়লা খনি ভরাটের কাজ হলো আসানসোলের বারাবনিতে। বারাবনি থানার ইসিএলের সালানপুর এরিয়ার গৌরাণ্ডি খোলামুখ খনি বা ওসিপি সংলগ্ন রাণাপাড়া ও বৈষ্ণবপাড়া এলাকায় অবৈধ কয়লা খনি গুলি এদিন অভিযান চালিয়ে বন্ধ করা হয়। অভিযোগ, এই এলাকায় গতকয়েক বছর ধরে অবৈধ কয়লা খাদানগুলি রমরমিয়ে চলছিল।
ইসিএলের টাস্ক ফোর্স বারাবনি পুলিশ ও সিআইএসএফ বাহিনীর সহযোগিতা এই কয়লা খনি ভরাটের অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানের সময় ছিলেন ইসিএলের সালানপুর এরিয়ার আধিকারিকরাও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে, এই এলাকায় কয়লা মাফিয়ারা অবৈধভাবে সুরঙ্গ তৈরি করে কয়লা তুলছিল। এর ফলে যেকোন সময় এলাকায় ভয়াবহ ধসের ঘটনা ঘটতে পারে। সেই খবর মতো টাস্কফোর্স বাহিনী খনির ম্যানেজার সন্দীপ কুণ্ডুকে সঙ্গে নিয়ে অবৈধ কয়লা খনিগুলি চিহ্নিত করে পেলোডার দিয়ে মাটি দিয়ে ভরাটের কাজ করে। ৪০ টিরও বেশি অবৈধ কয়লা খনি ভরাট করা হয় বলে ইসিএল সূত্রে জানা গেছে।