fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দুর্গাপুরে অবৈধ হুক্কাবার হানা পুরসভার

জয়দেব লাহা, দুর্গাপুর: শহরের প্রাণকেন্দ্রে অবৈধ হুক্কাবারের রমরমা। অভিযোগ উঠেছিল গত কয়েকমাস ধরে। এবার নড়েচড়ে বসল শহরের পুরপ্রশাসন। অবৈধ হুক্কাবারে হানা দিয়ে নথিপত্র দেখানোর নির্দেশ দিল পুরসভা। শুক্রবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহর দুর্গাপুরে। জানা গিয়েছে, এদিন পুরসভার সড়ক ও খাদ্য সহ জনকল্যাণ দফতরের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিটিসেন্টারে একটি বহুজাতিক মলে হুক্কাবারে অভিযান চালানো হয়। সেখানে কর্মরত কর্মীদের কাছে তিনি হুক্কাবার চালানোর বৈধ নথিপত্র দেখতে চান। নথিপত্র দেখাতে না পারায় আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন। এরপরেই তিনি অম্বুজা এলাকা সহ মোট তিনটি হুক্কাবারে অভিযান চালানো হয়। সেগুলিতেও বৈধ নথিপত্র না থাকায় একই নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রায় তিনবছর আগে অম্বুজার একটি হুক্কাবার একই কারণে বন্ধ করে দেয় পুরসভা। কিন্তু ফের শহরের প্রাণকেন্দ্রে একের পর এক গজিয়ে উঠেছে হুক্কাবারগুলি। প্রশাসনের নজর এড়িয়ে চলছিল বলে অভিযোগ। পাশাপাশি ওই হুক্কাবার গুলিতে নেশার দ্রব্য ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। হুক্কাবারগুলির বৈধ নথিপত্র না থাকায় আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করার জন্য দুর্গাপুরের মেয়র দীলিপ অগস্থি বলেন, বেশ কয়েকটি হুক্কাবারে অভিযান চালানো হয়েছে এদিন। হুক্কাবারের মালিকদের উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।”

Related Articles

Back to top button
Close