অভিযান চালিয়ে হরিণের শিং সহ উদ্ধার প্রায় চার লক্ষাধিক টাকার অবৈধ কাঠ

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: অভিযান চালিয়ে উদ্ধার হরিনের শিং সহ বিপুল পরিমান কাঠ। ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের বিভিন্ন লাইনে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জ। বানারহাট থানার পুলিশ ও মরাঘাট রেঞ্জের যৌথভাবে হলদিবাড়ি চা বাগানের বিভিন্ন লাইনে অভিযান চালিয়ে একটি হরিণের শিং সহ প্রায় ২৫০ সিএফটি চোরাই শাল, সেগুন গাছের লক এবং চুরিতে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেন তারা।
এদিনের অভিযানে নেতৃত্ব দেন মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল। অভিযানে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে চেরাই করা কাঠ উদ্ধার করা হয়। সূত্রের খবর এই বাড়িতে গোপন ভাবে কাঠ চেড়াই করে মজুত করা হত এবং রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ এড়িয়ে এই অবৈধ কাঠ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে পাচার করা হত। উদ্ধার করা সমস্ত কাঠ বাজেয়াপ্ত করে মোরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিনের অভিযানের কাউকে গ্রেফতার করতে পারেনি বনদপ্তর।
মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান, হলদিবাড়ি চা বাগানের তিনটে লাইনে বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজ অভিযান চালিয়ে প্রায় দুশো থেকে আড়াইশো সি এফ টি চোরাই শাল, সেগুন কাঠ ও লক সহ কাঠ চুরির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি বাইকের চাকা ও ঠেলার বডি উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি বাড়ি থেকে তীর-ধনুক সহ একটি হরিণের সিং পাওয়া গিয়েছে।ঐ বাড়ির মালিকের বিরুদ্ধে বন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।