নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পুলিশ কর্মীদের করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সেখানে মোট ১৩২৮ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন পুলিশের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি নাম বাড়ছে জরুরি পরিষেবায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে পুলিশকর্মীদেরও। তাদের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত পুুুুলিশ। এ বিষয়ে মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩২৮ জন পুলিশকর্মী। তবে তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।