থামছেই না সংক্রমণ, ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৮৭১

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে জারি হয়েছে আনলক-৫ পর্যায়। এদিকে করোনা আতঙ্কের মাঝেই সামনে অনেকগুলি উৎসব। তা সত্ত্বেও করোনা সংক্রমণ থামার যেন কোনও লক্ষণই নেই। জানা গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬১ হাজার ৮৭১ জন। এই সময়ের মধ্যে আরও মৃত্যু হয়েছে ১০৩৩ জনের।
দেশে নতুন সংক্রমণের জেরে মোট আক্রান্তের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন। এরমধ্যে আক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১। সুস্থ হয়ে উঠেছে মোট ৬৫ লক্ষ ৯৭ হাজার ২১০ জন। মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ায় এখন অবধি দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৩০১। অন্যদিকে এবার রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন এদেশে পরীক্ষায় ছাড়পত্র দিল ভারত সরকার। শনিবারই একথা জানানো হয়েছে রাশিয়ার তরফে।
আরও পড়ুন: ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত হায়দরাবাদ.. জলের তোড়ে ভেসে গেল একই পরিবারের ৯ জন
রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও ভারতের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ লিমিটেড রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালাবে। উল্লেখ্য, শুরুর দিকে রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক’-এর এদেশে ব্যাপক হারে পরীক্ষায় ছাড় দিতে চায়নি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তবে শনিবার রাশিয়াকে তাদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে ভারত সরকার।