fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

টালমাটাল পরিস্থিতি, নিজের গদি টিকিয়ে রাখার লড়াইতে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর পদে বসতেই না বসতেই গদি টালমাটাল ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের। ঋষি সুনাককে পিছনে ফেলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসেন লিজ। কিন্তু এবার সেই গদি টিকিয়ে রাখার লড়াইতে লিজ।

অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে আইনপ্রণেতাদের চাপে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এ অবস্থায় শুক্রবার নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে সম্প্রতি নিযুক্ত হওয়া অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী নির্বাচনে ট্রাসের প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে সমর্থনকারী প্রাক্তন অর্থমন্ত্রী জেরেমি হান্টকে সে পদে বসিয়েছেন।

নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাস। এর ওপর ভর করেই কনজারভেটিভ পার্টির প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন ট্রাস। মূলত এর জেরেই প্রধানমন্ত্রীর পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি।

অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং তিন সপ্তাহ আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে সংক্ষিপ্ত বাজেট কর ছাড় কথা বলেন। ওই বাজেটে কর ছাড়ের ছড়াছড়ি থাকায় বেশ বিতর্কের জন্ম দেয়। পুঁজিবাজারেও অস্থিরতা শুরু হয়। এক পর্যায়ে মার্কিন ডলারের বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড মূল্যমান হারিয়ে কয়েক দশকের সর্বনিম্ন অবস্থানে চলে যায়। যদিও ব্যাংক অব ইংল্যান্ডের হস্তক্ষেপ, সংক্ষিপ্ত বাজেট বাতিলের গুঞ্জন ও অর্থমন্ত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছে— এমন খবরে বাজারের কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। কোয়ারতেং দায়িত্ব থেকে সরে গেছেন মানেই যে ট্রাস বিপদমুক্ত এমনটা কিন্তু নয়। কেননা ট্রাসের কর ছাড়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা গিয়েছিল ওই বাজেটে। কিন্তু এখন ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে আসছেন ট্রাস।

 

Related Articles

Back to top button
Close