বাংলাদেশের সঙ্গে যোগ, বাসন্তীতে গ্ৰেফতার তিন বাইক ছিনতাইকারী

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: আন্তর্জাতিক তিন বাইক ছিনতাইকারীকে গ্ৰেফতার করল বাসন্তী থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বাইক। আর সেই বাইক ছিনতাইবাজদের কথা জানতে পেরে সোনারপুর থানার একটি বাইক ছিনতাইয়ের ঘটনায় ওই ছিনতাইবাজদের গ্ৰেফতার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল। তাদের মধ্যে একজনের সঙ্গে বাংলাদেশী ছিনতাইবাজদের যোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তারা একটি বড়সড় বাইক পাচার চক্র চালায় বলেও পুলিশের অনুমান। ধৃতরা হল আনারুল মোল্লা, মইদুল লস্কর, সহিদুল সর্দার। তাদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের দুজন থাকে বাসন্তী তেঁতুবেড়িয়া ও সোনাখালিতে। অন্যজন থাকে জীবনতলার মৌখালিতে। তাদের জেরা করে জানতে পারা গেছে, এই তিনজনেই বাইক পাচার চক্রের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আনারুল গোটা জেলা বিশেষত শহরতলির সোনারপুর, বারুইপুর, গড়িয়া প্রভৃতি এলাকা থেকে বাইক চুরির কাজ করত। সেই বাইক সে মইদুলের মাধ্যমে বাংলাদেশে পাচার করত বলে খবর। গোটা বিষয়টির তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এই মোটর বাইক ছিনতাই চক্র পুলিশের হাতে ধরা পড়ায় এবার বাইক চুরির সংখ্যা কমবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা।